ডি ওয়াই এফ আই  সালার লোকাল কমিটির উদ্যোগে সালার দক্ষিণখন্ড বাসস্ট্যান্ডে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল

ডি ওয়াই এফ আই সালার লোকাল কমিটির উদ্যোগে সালার দক্ষিণখন্ড বাসস্ট্যান্ডে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল

Reported By: তুষারকান্তি খাঁ

যুবদের রক্তদান

তুষারকান্তি খাঁ,সালার, ১১ই সেপ্টেম্বর ; ডি ওয়াই এফ আই সালার লোকাল কমিটির উদ্যোগে সালার দক্ষিণখন্ড বাসস্ট্যান্ডে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল এদিন। শিবিরে রক্ত দান করেন চারজন যুবতীসহ মোট ৬১ জন রক্তদাতা।রক্তদান শিবির এর শুভ উদ্বোধন করেন যুবনেতা হাসিরুল শেখ।এছাড়া উপস্থিত ছিলেন যুবনেতা সন্দীপন দাস, হাসমত সেখ ও সুকান্ত ঘোষ সহ আরো অনেকে।

Leave a Reply

error: Content is protected !!