ডি ওয়াই এফ এর ৫৫ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল  সারা মুর্শিদাবাদ জেলার যুব দপ্তর গুলিতে

ডি ওয়াই এফ এর ৫৫ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল সারা মুর্শিদাবাদ জেলার যুব দপ্তর গুলিতে

REPORTED BY:- তুষার কান্তি খাঁ

মুর্শিদাবাদ জেলা যুব দপ্তরে স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র লেখা শেব্ত পতাকা উত্তোলন করেন ডি ওয়াই এফ আই এর জেলা সভাপতি সৈয়দ নুরুল হাসান। বর্তমান সময়ে যুবদের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন জেলা সম্পাদক সন্দীপন দাস। নবগ্রামে পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি রাজীব কাঠমা। এ দিনের তাৎপর্য নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করেন প্রাক্তন যুবনেতা সঞ্জীব পান্ডে, হাবিবুর রহমান প্রমূখ। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক লালটু শেখ সহ আরো অনেকে।

Leave a Reply

error: Content is protected !!