২ রা নভেম্বর, বুধবার, বহরমপুর প্রচেষ্টা ফাউন্ডেশন এগিয়ে এল মশার লার্ভা দমনে। বেশ কয়েকদিন ধরে খবর আসছে ডেঙ্গি আক্রান্ত হবার। পৌরসভার উদ্যোগে কীটনাশক স্প্রেও চলছে একদিকে কিন্তু এমন সময় NGO প্রচেষ্টা ফাউন্ডেশন সম্পূর্ণ নিজের উদ্যোগে প্রতিদিন বিভিন্ন ওয়ার্ড এ স্প্রে করে চলেছে বলে জানা যায়। আজ সকালেও ২৫, ২৬ ও ২৮ নম্বর জোনে স্প্রে করা হয়। আগামী দিনেও এই কর্মসূচি চলবে বলে জানা যায়।