২১ শে অক্টোবর, শুক্রবার, মুর্শিদাবাদ জেলা জুড়ে ক্রমশই বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবু এখনও তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না জেলা প্রশাসনের তরফ থেকে। পাশাপাশি সরকারি তরফ থেকে ডেঙ্গু বিষয়ে জনসাধারণকে এখনও পর্যন্ত যে তথ্য দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণভাবে ভুল। এমনই অভিযোগ নিয়ে শুক্রবার বিকেলে বহরমপুরের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। পাশাপাশি রোকেয়া নারী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আবেদন জানানো হয় যে, অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতার সাথে যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। অন্যদিকে এই বিষয়ে অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করার জন্য বহরমপুর পৌরসভাতেও এদিন হাজির হন রোকেয়া নারী উন্নয়ন সমিতির সদস্যরা।