একটি কর্ম সংস্থান সংস্থা যা কেন্দ্রীয় সরকারের অনুমতি পত্র পাওয়ার পর কাজ শুরু করেছে। সংস্থার কর্নধার সুমন মন্ডল বলেন তিনি এই সংস্থা গঠন করেছেন যাতে চাকরি দেবার নাম করে যারা প্রতারিত করছেন তাদের বিরুদ্ধেই। তিনি সরাসরি চাকরির কথা বলেন না। তিনি চাকরির জন্য ট্রেনিং দেন। তারপর যদি তার যোগ্যতা থাকে সে কাজ পাবে। তার জন্য সামান্য প্রসেসিং ফ্রী নেন তিনি। তাঁর কোম্পানি নয় হাজার থেকে ঊনতিরিশ হাজার টাকা পর্যন্ত চাকরির অফার দেন প্রার্থীর যোগ্যতা অনুযায়ী। আজ বেকার যুবক যুবতী রা যদি তাঁর এই চেষ্টার ফলে লাভবান হয় সেটাই সব থেকে বেশী আনন্দের। সুমনের সাফল্য কামনা করি।