ডোমকলের ঘটনায় পুলিশি তৎপরতা : গ্রেফতার আজাদ খানের স্ত্রী

ডোমকলের ঘটনায় পুলিশি তৎপরতা : গ্রেফতার আজাদ খানের স্ত্রী

গত সোমবার, ডোমকল বাজিতপুর মালিথাপাড়া এলাকার তাহাজুল শেখ নামে এক যুবকের ডান হাত হাসুয়ার কোপে দুই খন্ড হয়ে যায়। horrific ঘটনা সম্পর্কে জানা যায় যে, তাহাজুলের হাত থেকে কব্জি একদম আলাদা হয়ে গেছে। বর্তমানে তিনি বহরমপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার মূল অভিযুক্ত আজাদ খান এবং তার দুই ছেলে রাসিকুল ও আলমগীর পলাতক রয়েছে। পুলিশ আজেনা বিবিকে গ্রেফতার করে এবং তাকে পুলিশি হেফাজতে রাখার জন্য জেলা আদালতে পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করেছে। স্থানীয়রা জানিয়েছেন, এমন বর্বর ঘটনার পর এলাকা শান্ত রাখতে পুলিশ তৎপর রয়েছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি তাদের দাবি রয়েছে।

Leave a Reply

Translate »
error: Content is protected !!