REPORTED BY:- MASUD RANA
জোড়গাছা মালতি পুরের বাবর আলী
এক সময় পারিবারিক গন্ডগোলে বাড়ি থেকে বিতাড়িত হয়ে ডোমকল ভগিরতপুর রোডের গাবতলা আশ্রয়হীন হয়ে ত্রিপল খাটিয়ে জীবনযাপন করতো| রাস্তা দিয়ে জাফিকুল ইসলাম একদিন যাবার সময় এই দৈনদশা দেখে কথা দিয়েছিলেন তিনি ইলেকশনে জিতলে তাকে পুনর্বাসন করে দেবেন
আজকে সেই কথা রাখবার জন্য ফুটপাত থেকে বাবর আলী সহ তার পরিবারের 9 জনকে নিজে দাঁড়িয়ে থেকে গাড়িতে করে তুলে নিয়ে এসে ডোমকল বসন্তপুর রাস্তার মাঝে একটা পাকা বাড়িতে তাকে আশ্রয় প্রদান করলেন।
তিনি এই বাড়ি পেয়ে ভীষণ খুশি হন এবং এসডিও সহ ডোমকলের চেয়ারম্যান তথা এমএলএ তিনিও একজন নিরাশ্রয় কে আশ্রয় দিতে পেরে মনের দিক থেকে ভীষণ ভাবে আসস্থ হন।
