ডোমকলে অনুষ্ঠিত হল আট দলীয় ফাইনাল ফুটবল খেলা

ডোমকলে অনুষ্ঠিত হল আট দলীয় ফাইনাল ফুটবল খেলা

২৩ শে অক্টোবর, রবিবার, ডোমকলে অনুষ্ঠিত হল আট দলীয় ফাইনাল ফুটবল খেলা। ডোমকলের গোকুলচক প্রগতি সংঘের উদ্যোগেই তাদের নিজ মাঠে খেলা অনুষ্ঠিত হয়। কয়েকদিন দিন ধরে খেলা চললেও রবিবার ছিল ফাইনাল খেলা। খেলায় অংশগ্রহণ করেছিলেন মুর্শিদাবাদ ও নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের খেলোয়াড়েরা। খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার খেলা প্রেমী মানুষজন থেকে বহিরাগত দর্শকেরাও। রবিবার ফাইনাল খেলায় মঞ্চে উপস্থিত ছিলেন ডোমকলের বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বিশ্বাস ওরফে বাপি, আসাদুজ্জামান টিটু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফাইনাল খেলায় মোকাবিলা করেন ধোড়াদহ আদর্শ ক্লাব বনাম কামুড়দিয়াড় সবুজ সংঘ। আর এই ফাইনালে ২-০ গোলে জয়লাভ করেন ধোড়াদহ আদর্শ ক্লাব। খেলা শেষে জয়ী টিমের হাতে তুলে দেওয়া হয় নগদ টাকা সহ ট্রফি। আর ওই ক্লাবের সম্পাদক সফিকুল মোল্লা জানান, এলাকার মানুষের মনোরঞ্জন করার লক্ষ্যেই এই খেলার আয়োজন করা হয়েছিল।

Leave a Reply

error: Content is protected !!