Reported By :- Masud Rana
প্রজাতন্ত্র দিবসের সুবর্ণ অতীতকে সম্মান জানিয়ে ডোমকলের মহামেডান ক্লাব আজ ৭৬ তম বার শুরু করেছে তাদের ঐতিহ্যবাহী ম্যারাথন দৌড়। ইসলামপুরের নেতাজি মোড় থেকে শুরু হয়ে ৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ডোমকলের উদ্দেশ্যে দৌড়ে অংশ নিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের নিবেদিত প্রতিযোগীরা। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাস, সমাজকর্মী সালামতউল্লাহ সেখ এবং অন্যান্য মহামেডান ক্লাবের কর্মকর্তারা।
দৌড়ের শুরুতেই মাঠে হাজির ছিল হাজার হাজার লোক, এবং স্থানীয়রা প্রতিযোগীদের উৎসাহ দিতে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে ছিলেন। এই বিশেষ দিনে প্রতিযোগীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেন ।
ম্যারাথন শেষে, ক্লাবের সামনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়, যা এই দিনের গুরুত্ব বৃদ্ধি করে।