Reported By : Masud Rana
২৪শে সেপ্টেম্বর, রবিবার, ডোমকলের বিশিষ্ট সমাজসেবীর উপস্থিতিতে আট দলীয় নকআউট ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হল গরিব পুর অঞ্চল ফুটবল মাঠে । মুর্শিদাবাদের জিতপুর গরিব পুর অঞ্চল ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। রবিবার গরিব পুর অঞ্চল যুব কমিটির উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়।
আটদলীয় টুর্নামেন্ট খেলায় অংশ গ্রহন করেছিলেন আটটি দলিই। খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার খেলাপ্রেমি মানুষজন থেকে বহিরাগত দর্শকেরাও। খেলা দেখতে উপভোগ করলেন স্থানীয় মানুষ থেকে খেলোয়াড়েরা। ফাইনাল খেলায় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আলিম বিশ্বাস বাপি। এছাড়া ও উপস্থিত ছিলেন এলাকার মানুষেরা।
খেলা শেষে ট্রআইবেগআরের মআধ্যমে জয়লাভ করেন ডোমকল বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি। খেলা দেখতে উৎসাহ জুগিয়েছিলেন দর্শকেরা। খেলা শেষে জয়ী টিমের হাতে, নগদ টাকা সহ ট্রফি তুলে দিলেন ডোমকলের বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলীম বাপি বিশ্বাস।
খেলা শেষে ট্রআইবেগআরের মআধ্যমে জয়লাভ করেন ডোমকল বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি। খেলা দেখতে উৎসাহ জুগিয়েছিলেন দর্শকেরা। খেলা শেষে জয়ী টিমের হাতে, নগদ টাকা সহ ট্রফি তুলে দিলেন ডোমকলের বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলীম বাপি বিশ্বাস।