Reported By : Masud Rana
৩০ শে আগস্ট, বুধবার, মুর্শিদাবাদের ডোমকলের এক গৃহবধূকে শারীরিক অত্যাচার করে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে মু্র্শিদাবাদের ডোমকল থানার বর্তনাবাদ এলাকায়। মৃত গৃহবধুর নাম রেবা খাতুন, বয়স ৩১ বছর । ওই ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানাযায়, বছর ১৩ আগে বর্তনাবাদের আওয়াল সেখের সাথে ডোমকল রঘুনাথপুর এলাকার মেয়ে রেবা খাতুনের বিয়ে হয় । পরিবারে রয়েছে তিনটি সন্তানও। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালোই ছিল। এরপর হঠাৎ গত দেড় মাস আগে দ্বিতীয় বিয়ে করে আওয়াল সেখ তারপরেই পরিবারের মধ্যে অশান্তি। ব্যাপক পরিমাণে অত্যাচার চালাতে থাকে রেবা খাতুনকে। হটাৎ বুধবার সকালে গৃহবধূর মায়ের বাড়িতে খবর আসে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেবার মৃত্যু হয়েছে।সেই খবর শুনেই ছুটে যায় পরিবারের লোকজন। রেবার গোটা শরীরে ক্ষতবিক্ষত দেখে, মেরে ফেলার অভিযোগ তুলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পুরো ঘটনার তদন্ত শুরু করে।