Reported By : Masud Rana
২০ শে নভেম্বর, সোমবার, কথায় বলে রক্ত দান জীবন দান। অর্থাৎ এক ইউনিট রক্ত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে মুমূর্ষু রোগীকে। রক্তের যোগান অব্যাহত রাখতে ডোমকলের বিধায়ক ও পৌরসভার প্রশাসক জাফিকুল ইসলামের উদ্যোগে ডোমকল জনকল্যাণ ফুটবল মাঠে ঐতিহাসিক রক্তদান শিবির এর আয়োজন। উপস্থিত ছিলেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম, ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক সেখ সামসুদ্দিন, ডোমকল মহকুমা খাদ্য নিয়ামক আধিকারিক মুশির আহাম্মেদ, পৌরসভার এক্সিকিউটিভ ভরত বিশ্বাস, ডোমকল হাসপাতাল সুপার হুমায়ুন কবীর, ডোমকল থানার আইসি জ্যোতির্ময় বাগচী, পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাস, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম সহ কর্মাধক্ষ, প্রধান থেকে একাধিক জনপ্রতিনিধিরা।