Skip to content
ডোমকলে গাঁজা পাচার কাণ্ডে ২৪ কেজি মাদক সহ ২ জন গ্রেফতার

ডোমকলে গাঁজা পাচার কাণ্ডে ২৪ কেজি মাদক সহ ২ জন গ্রেফতার

Reported By:- Bino Roy

বহরমপুর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে তথ্য পেয়ে একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় ডোমকল- বেহরমপুর রাজ্য সড়কের নিশাদবাগ এলাকা থেকে ২৪ কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারকৃতদের নাম স্বপন বর্মন, যিনি কোচবিহার জেলার বাসিন্দা এবং রবিউল সেখ, যিনি মুর্শিদাবাদের নওদা থানার মধুপুর এলাকার বাসিন্দা। জানা গেছে, তারা শিলিগুড়ি থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে অন্যত্র পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।পুলিশের কর্মকর্তারা বলেছেন, এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের জেলা আদালতে পেশ করার প্রস্তুতি চলছে।স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা জানিয়েছেন, মাদক পাচারে নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করাও তাদের অঙ্গীকার।

Leave a Reply

error: Content is protected !!