Reported By : Masud Rana
২৮ শে ডিসেম্বর, বুধবার, মুর্শিদাবাদের ডোমকল থানার জোতকানা এলাকায় এক মহিলাকে জোর জবরদস্তি ধর্ষণের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। ওই মহিলার নাম রানু খাতুন (২৪)। জানা যায়, ওই মহিলার প্রায় সাত বছর আগে বিয়ে হয়। তারপর দুই বছর আগে স্বামী স্ত্রীর সম্পর্কের বিচ্ছেদ ঘটে। আর গত রাতে বাড়িতে পরিবারের কেউ না থাকার সুযোগে রাত ১০ টা নাগাদ দুই যুবক অন্ধকারের আড়ালে বাড়ির মধ্যে ডুকে বাড়ির পিছনের কাঁঠাল বাগানে জোর জবরদস্তি ওই মহিলাকে তুলে নিয়ে গিয়ে বলাৎকার করে এমনটাই অভিযোগ। অভিযুক্ত দুই যুবক সাইদুল ইসলাম এবং সুমন সেখ। তাদের দুজনেরই বাড়ি রাণীনগর থানার ইলশেমারি এলাকায়।