Reported By:- Masud Rana
মুর্শিদাবাদের ডোমকলে আজিজা খাতুন নামে এক কিশোরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি একটি দুই বছরের শিশুকে জোর করে কোলে নেওয়ার চেষ্টা করেন। শিশুটি প্রতিরোধ করতে গিয়ে কিশোরীর গালে চড় মারে। এরপর কিশোরীর পরিবার ক্ষতিপূরণ দাবি করতে আসে, যা নিয়ে দুই পরিবারের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এই বিতণ্ডা দ্রুত সংঘর্ষে রূপ নেয় যখন টিটন মন্ডল, হায়দার মন্ডল, ববিতা খাতুন ও মমজান খাতুনের নেতৃত্বে একদল লোক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় নাজমুল মন্ডল, তানজিলা বিবি, জেসমিন বিবি ও সুমন মন্ডল আহত হন। তাদের সবাইকে প্রথমে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর আহত পরিবার ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করে, যার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয়দের মধ্যে এই ঘটনার ফলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।