Reported By : Masud Rana
২০ শে ডিসেম্বর, মঙ্গলবার, মুর্শিদাবাদের ডোমকল থানার মানিকনগর চোঁয়াপাড়া এলাকায় পিন্টু শেখের বাড়িতে হঠাৎ গভীর রাত্রে চুরি হয়। দিন চারেক আগে পিন্টু শেখ কাজে যায় ওড়িশায়। সোমবার অর্থাৎ গত রাত্রে পিন্টু সেখের স্ত্রী রাবিয়া বিবি জলসা শুনতে যায় সম্ভূনগরে। সেই সময় বাড়ি ফাকা বুঝে কিছু দুষ্কৃতী ওই বাড়িতে ঢোকে এবং বাড়ি থেকে একটি সোনার মালা, তিনটে নাকছাবি, একটা আংটি নিয়ে যায়। তারপরে জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় ওই গোটা এলাকায়। থানায় অভিযোগ করলে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডোমকল থানার পুলিশ এবং ওই চুরির ঘটনায় কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করে।