Reported By : Masud Rana
২০ শে ডিসেম্বর, মঙ্গলবার, ডোমকল এবং বাগডাঙা সিপিআইএম এর ডাকে থানা ডেপুটেশন ও প্রকাশ্য সমাবেশ মুর্শিদাবাদের ডোমকল শহরে। ঐতিহাসিক মিছিলের পর থানা ডেপুটেশন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় ডোমকলের এসডিও মোড়ে। আজকের এই সভামঞ্চ থেকে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন সিপিআইএম এর রাজ্য সম্মাদক মোহাম্মদ সেলিম। মঙ্গলবার ডোমকলের সমাবেশের মঞ্চে মোহাম্মদ সেলিম বলেন, 'আমি রাজ্য সম্পাদক হাওয়ার সময় বলেছিলাম যারা রাজ্যের সাধারণ মানুষের ঘুম কেড়েছে আমি তাদের ঘুম কাড়ব।' পাশাপাশি রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদার্থ বলে কটাক্ষ করা হয়। এদিনের এই মঞ্চ থেকে ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মুস্তাফিজুর রহমান রানা, এলাকার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, পুলিশ যেখানে সেখানে গাড়ি ধরার নামে তোলাবাজি করছে তার বিরুদ্ধেই তাদের লড়াই। আজকের এই সমাবেশে জন জোয়ারে মানুষের ভিড়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সিপিআইএম সম্পাদক মোহাম্মদ সেলিম, জেলা সম্পাদক জামির মোল্লা, ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মুস্তাফিজুর রহমান রানা, বাগডাঙা কমিটির সম্পাদক রেজাউল করিম প্রমুখ ব্যক্তিবর্গ।