ডোমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরীর উদ্যোগে ইলেকট্রিসিটি কানেকশন

ডোমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরীর উদ্যোগে ইলেকট্রিসিটি কানেকশন

Reported By:- Masud Rana

ডোমকল পৌরসভা 17 নম্বর ওয়ার্ড এর মন্ডল পাড়ার কলনিপাড়া এলাকায় দীর্ঘদিন ইলেকট্রিক কানেকশন ছিলনা শত চেষ্টা করেও ইলেকট্রিক কানেকশন আনতে পারেনি কলোনি পাড়ার ষোলঘর অবশেষে এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী উদ্যোগে ইলেকট্রিসিটি কানেকশন হলো কলনিপাড়া এই কানেকশন করার জন্য ইলেকট্রিক দপ্তর থেকে সম্পন্ন ব্যয় করা হয় যার পরিমাণ 5 সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতি ঘরকে কানেকশন নেওয়ার জন্য শুধুমাত্র কানেকশন বাবদ সাড়ে 400 টাকা করে দিতে হয় এলাকায় কারেন্ট পৌছতেই খুশির হাওয়া ঘরে যেখানে রাতের অন্ধকারে লম্প বা আহত আজ থেকে তারা ইলেকট্রিসিটি পড়ালেখা করবে এই আশা ব্যক্ত করেন এলাকাবাসীরা ফারুক মোহাম্মদ চৌধুরী আজকের এই উদ্বোধনে উপস্থিত ছিলেন ফারুক মোহাম্মদ চৌধুরী ইলেকট্রিসিটি বোর্ডের ডিভিশনাল ম্যানেজার স্বপন কুমার মন্ডল স্টেশন ম্যানেজার গোলাম মইনুদ্দিন আহমেদ সহ আরো অনেকে

Leave a Reply

error: Content is protected !!