Skip to content
ডোমকল গার্লস কলেজে অনুষ্ঠিত হলো 2 and ISKF মুর্শিদাবাদ ডিসট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023

ডোমকল গার্লস কলেজে অনুষ্ঠিত হলো 2 and ISKF মুর্শিদাবাদ ডিসট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023

Reported By : Masud Rana
২৩ শে জুলাই, রবিবার, ডোমকল গার্লস কলেজে অনুষ্ঠিত হলো 2 and ISKF মুর্শিদাবাদ ডিসট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023 | এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আয়োজক ছিল ISKF মুর্শিদাবাদ | টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে আই.এস.কে.এফ বেঙ্গল | মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০ জন ক্যারাটে খেলোয়াড় এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে | এই চ্যাম্পিয়নশিপে যারা সাফল্য পেয়েছে তারা স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে | যেটা অনুষ্ঠিত হবে কলকাতার অমল দত্ত ইনডোর স্টেডিয়ামে | চ্যাম্পিয়নশিপে অতিথির আসন অলংকৃত করেছেন ডোমকলের বিশিষ্ট ক্রীড়া প্রেমি ব্যক্তিগণ | বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্যারেটের বিভিন্ন ইভেন্ট সকাল দশটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে | টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন আই এস কে এফ বেঙ্গলের চিফ ইনস্ট্রাকটর সেন্সি শেখ লালু | আইএস কেএফ কলকাতা ডিস্ট্রিক্ট এর চিফ ইন্সট্রাক্টর সেন্সি সুমন সাহা এবং অন্যান্য সিনিয়র ইন্সট্রাক্টর |

Leave a Reply

error: Content is protected !!