Reported By:- Masud Rana
গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক ব্যানার্জিকে সহ মন্ত্রী ও সাংসদের কে দিল্লিতে বিজেপির পুলিশ দিয়ে হেনস্থা করার প্রতিবাদে ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বেলা ৪ ঘটিকার সময় ডোমকল ভ্রমর লাল মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন
ডোমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম
টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল
আইএনটিটিইউসির সভাপতি নুরাবুল হক
টাউনের সহ-সভাপতি রিন্টু মন্ডল
পৌরসভার এক্স ভাইস চেয়ারম্যান আলম খান সহ ডোমকল টাউন এর সকল তৃণমূলের নেতৃত্ব