শনিবার রাত্রী সাড়ে দশটা নাগাদ ডোমকল থেকে তার বাড়ি টিকটিকি পাড়া ফেরার সময় ডোমকল সংলগ্ন হিতানপুরের কাছে চার জন দুস্কৃতি এসে অতর্কিত তার ওপর হামলা চালায়। তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় এবং খুনের হুমকিও দেওয়া হয়।
আহত ব্যাক্তি জানান ওই দুষ্কৃতীদের কাছে পিস্তল ও ছিল। এবং তা দিয়ে তারা তাকে মারতে গেলে তিনি চিৎকার করে দৌড়ে পালিয়ে নিজের প্রাণ বাঁচান। তার চিৎকার শুনে স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে ও হাসপাতালে নিয়ে যান।
