Skip to content
ডোমকল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের 174 নম্বর  বুথ সভাপতি রাহিমউদ্দিন মল্লিকের ওপর দুস্কৃতির হামলা

ডোমকল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের 174 নম্বর বুথ সভাপতি রাহিমউদ্দিন মল্লিকের ওপর দুস্কৃতির হামলা

শনিবার রাত্রী সাড়ে দশটা নাগাদ ডোমকল থেকে তার বাড়ি টিকটিকি পাড়া ফেরার সময় ডোমকল সংলগ্ন হিতানপুরের কাছে চার জন দুস্কৃতি এসে অতর্কিত তার ওপর হামলা চালায়। তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় এবং খুনের হুমকিও দেওয়া হয়।
আহত ব্যাক্তি জানান ওই দুষ্কৃতীদের কাছে পিস্তল ও ছিল। এবং তা দিয়ে তারা তাকে মারতে গেলে তিনি চিৎকার করে দৌড়ে পালিয়ে নিজের প্রাণ বাঁচান। তার চিৎকার শুনে স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে ও হাসপাতালে নিয়ে যান।

Leave a Reply

error: Content is protected !!