Reported By:- Masud Rana
সোমবার সকাল থেকেই মুর্শিদাবাদের বিভিন্ন বাস স্ট্যান্ডের পাশাপাশি ডোমকল বাসস্ট্যান্ডেও বাস ও তেগার চালকদের স্টাইক শুরু হল | আর এই স্টাইকেই অনেক সমস্যার মুখে পড়েছেন যাত্রীরা যাত্রীদের দাবি প্রয়োজনীয় কাজে বেরিয়ে হয়তো সময়মতো পৌঁছতে পারবেনা সেই কাজে এমনটাই জানালেন তারা তবে যাত্রীদের দাবি খুব শীঘ্রই এই স্টাইক তুলে নেয়া হোক বাস ও ট্যাগার মালিকদের তবে এই প্রসঙ্গে ডোমকল এর টেকার মালিকদের দাবি তেলের পয়সা ও ইন্সুরেন্সের পয়সা হচ্ছে না টোটো চালকদের ও অটোচালকদের জন্য আর সেই কারণেই এই স্টাইক বলে জানিয়েছেন তারা