Reported By : Masud Rana
৫ ই সেপ্টেম্বর, মঙ্গলবার, মানুষ করার কারিগর শিক্ষকরা, আর সেই শিক্ষকদের প্রতি বছর সম্মান জানানোর জন্য ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। আজ সারাদেশে শিক্ষক দিবস পালন করা হচ্ছে। ডোমকল ব্লকের ধুলাউড়ি রবীন্দ্র উচ্চ বিদ্যালয়ে পালন করা হয় আজকের দিনটিকে। পাশাপাশি নবনির্মিত মিড-ডে মিলের রান্নাঘর উদ্বোধন করা হয়। এই স্কুলের সভাপতি খন্দকার ওমর ফারুক দায়িত্বভার নেবার পরই জানতে পারেন এবং স্বচক্ষে দেখেন রান্নাঘরের পরিস্থিতি খুবই খারাপ এবং অস্বাস্থ্যকর, সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রধান শিক্ষকের সঙ্গে ও ম্যানেজিং কমিটির সঙ্গে বসে আলোচনার মাধ্যমে রান্নাঘর তৈরির ব্যবস্থা গ্রহণ করেন। সে রান্নাঘর তৈরি করে, আজ উদ্বোধন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের সভাপতি খন্দকার ওমর ফারুক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অশিক্ষকবৃন্দের পাশাপাশি ম্যানেজিং কমিটির বাকি সদস্যরা উপস্থিত ছিলেন।