Reported By : Masud Rana
১ লা মে, সোমবার, আজ পয়লা মে অর্থাৎ মে দিবস। প্রতি বছর পয়লা মে দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়।১৮৮৬ সালে পয়লা মে দিবস আমেরিকায় প্রথম পালত হয়েছিল মে দিবস । আর সেদিন দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে পথে নেমেছিল শ্রমিকরা। জমায়েত করেছিল অতিরিক্ত শ্রমের বিরুদ্ধে ।প্রতিবাদ জানিয়েছিল তাঁরা শ্রমিকদের জমায়েত ভাঙতে এলোপাথাড়ি বোমা, গুলি ছোড়েন পুলিশ নিহত হয়েছিলেন বহু শ্রমিক সেই সমস্ত শ্রমিকদের আত্মত্যাগ স্মরণে রেখেই পয়লা মে দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয় । সোমবার ডোমকল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে এই দিনটি পালিত হয়। উপস্থিত ছিলেন ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসে সভাপতি কামরুজ্জামান মন্ডল, INTTUC সভাপতি নুরাবুল হক সহ টাউন এবং ব্লক তৃণমূল নেতৃত্ব এবং শাখা সংগঠন নেতৃত্ব।