ডোমকল মহকুমায় আবারো হারিয়ে যাওয়া ৮২ টি মোবাইল উদ্ধার করে আসল মোবাইল মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ। বৃহস্পতিবার ডোমকল মহকুমার প্রতিটি থানায় হারানো মোবাইল মালিকদের ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়। ডোমকল থানায় ১৮ টি, রানীনগর থানায় ৩০ টি, ইসলামপুর থানায় ১২টি, জলঙ্গি থানায় ১৫ টি ও সাগরপাড়া থানায় ৭টি মোবাইল উদ্ধার করা হয়। মঙ্গলবার মোবাইল মালিকদের ডেকে আনুষ্ঠানিকভাবে মোবাইল হস্তান্তর করা হয় প্রতিটি থানায়। ডোমকল থানা থেকে ডোমকল sdpo সেখ সামসুদ্দিন সহ আইসি জোতির্ময় বাগচির উপস্থিতিতে ১৮ টি মোবাইল হস্তান্তর করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন ডোমকল এসডিপিও সেখ সামসুদ্দিন জানিয়েছেন, পুলিশের একটি প্রশিক্ষিত টিম চুরি হওয়া মোবাইল উদ্ধারে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। অভিযোগের ভিত্তিতে মোবাইল গুলি উদ্ধার করা হয়েছে।
কেউ কাজে গিয়ে হারিয়েছিলেন ফোন, কেউ বা আবার খেলতে গিয়ে। কারোর পথে যেতে যেতে হারিয়েছিল। তবে সেই সব মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকেরা।