REPORTED BY:- BINOY ROY
আজ ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস। আজকের এই দিনে ডোমকল মহকুমার বিভিন্ন সরকারি অফিস থেকে শুরু করে রাজনৈতিক কার্যালয়ে পুষ্প ও মাল্য দানের মধ্যে দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধাজলি জানালেন।
ডোমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরীর উদ্যোগে নিজ অফিসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এসডিও রাজিব মণ্ডল, এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী, মহকুমা খাদ্য আধিকারিক মোঃ মুসির আহমেদ, বিশিষ্ট সমাজসেবী তাফিকুল ইসলাম সহ আরো অনেকে।
বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই মহতী দিনটিকে স্মরণ করা হয় বলে জানান এসডিও এবং এসডিপিও