Reported By : Binay Roy
১৯ শে মার্চ , রবিবার , আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ডোমকল মহাকুমা সিপিআই(এম) কমিটির ডাকে নির্বাচনী কর্মশালা। মহাকুমা এলাকার এরিয়া কমিটির সম্পাদক, সভাপতি, সদস্য সহ শাখা সংগঠনের সম্পাদক, সভাপতিদের নিয়ে মুর্শিদাবাদের ডোমকল বিটি হাই স্কুলের সভা হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ভারতের কমিউনিস্ট পার্টি (মাঃ) পলিট ব্যুরোর সদস্য অর্থাৎ সিপিআই(এম) কেন্দ্র কমিটির সদস্য সূর্যকান্ত মিশ্র এর উপস্থিতিতেই এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার মঞ্চ থেকে সূর্যকান্ত মিশ্র বলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ তৃণমূল এবং বিজেপি বিরোধী জোট চাইছে, মূলত মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে জোট হবে এমনটাই বললেন সিপিআইএম নেতা।