Skip to content
ডোমকল মহাকুমা পৌরসভা এলাকার সাফাই কর্মী এবং নৈশপ্রহরী দের সংবর্ধনা

ডোমকল মহাকুমা পৌরসভা এলাকার সাফাই কর্মী এবং নৈশপ্রহরী দের সংবর্ধনা

REPORTED BY:- MASUD RANA

মুসলিম সমাজের সবচেয়ে পবিত্র মাস রমজান মাস যা আজ থেকে শুরু হয়েছে। সূর্যোদয়ের আগে থেকে পানাহার বিরত থাকে এবং সূর্যাস্তের পর তারা পানাহার এর মাধ্যমে তাদের এবাদত শেষ করে, আর এই রমজান কে উপলক্ষ করে ডোমকল মহাকুমা আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী ডোমকল মহাকুমা পৌরসভা এলাকার সাফাই কর্মী এবং নৈশপ্রহরী দের সংবর্ধনা দেন এবং ইফতার সামগ্রী বিতরণ করেন। তিনি জানান আমাদের পরিবেশ সুস্থ রাখার জন্য রোগমুক্ত রাখার জন্য, এই সাফাই কর্মীরা পরিশ্রম করে এবং রাত্রে নস্য প্রহরীর মাধ্যমে এলাকাকে নিরাপত্তা দিয়ে থাকে। তাই রমজানের শুরুতেই প্রথম দিনেই সাফাই কর্মী এবং নৈশপ্রহরীর সংবর্ধনা এবং ইফতার সামগ্রী দেওয়া হয়।

Leave a Reply

error: Content is protected !!