Reported By:- MASUD RANA
মুর্শিদাবাদের ডোমকল রঘুনাথপুরে সকাল সকাল বোম বিস্ফোরক জানাযায় রঘুনাথপুরের বাসিন্দা রাকেশ মোল্লাদের সাথে সমীর মোল্লাদের একটি দোকানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গত পরশুদিন ঝামেলা হয়। সেই ঝামেলাকে কেন্দ্র করে আজ সকালে বোম বিস্ফোরন করা হয় এমনটাই জানা যাচ্ছে।হেলাল শেখ স্কুলে যাওয়ার জন্য তার বাচ্চাকে নিয়ে রঘুনাথপুরের মোড়ে দাঁড়িয়ে ছিল হঠাৎ করে কুয়াশার অন্ধকারে বম্বিং শুরু হয়। ফলে আহত হয় হেলাল শেখ। তাকে ডোমকল হসপিটালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক বহরমপুরে স্থানান্তর করেন।
