ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের কিচেন হয়ে উঠেছে দুর্নীতির আঁতুর ঘর

ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের কিচেন হয়ে উঠেছে দুর্নীতির আঁতুর ঘর

Reported By:- Masud Rana

দুর্নীতির আঁতুর ঘর হয়ে উঠেছে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের কিচেন। কিচেনে বর্তমানে কর্মরত রয়েছেন সাতজন। কিন্তু প্রায় আট বছর ধরে অস্থায়ী পদে ১৩ জনের নামে বেতন তোলা হচ্ছে ভুয়ো অ্যাটেনডেন্ট দেখিয়ে। শুধু তাই নয়, যে সাতজন কাজ করেন তাঁরা নিয়মিত বেতন পাননা বলেও অভিযোগ তুলেছেন। সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রমের পর ন্যায্য বেতন না পেয়ে গর্জে উঠেছেন ওই সাতজন। অভিযোগ জানিয়েছেন, হাসপাতাল সুপার থেকে শুরু করে মহকুমা শাসক, জেলা স্বাস্থ্য ভবন, রাজ্য স্বাস্থ্য দপ্তরে। অভিযোগের ভিত্তিতে অবশেষে তদন্ত শুরু করল হাসপাতাল কর্তৃপক্ষ। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার হুমায়ুন কবীর বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। খাদ্য সরবরাহ সংস্থাকে চিঠি ধরিয়ে যোগ্য জবাব চাওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। নতুন অ্যাটেন্ডেন্ট সিট তৈরি করে দেখা হচ্ছে কারাকারা গড়হাজির থেকেও বেতন তুলছেন।

Leave a Reply

error: Content is protected !!