রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম দেওবন্দের অধীনস্থ মাদরাসা গুলির পঠন-পাঠন ও শিক্ষকদের ভূমিকা নিয়ে
সময় বেলা ১১ টা ডোমকল ARD হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েগেল
মেধাবী শিক্ষার্থীদের ইনআম প্রদানের জন্য উপস্থিত ছিলেন
মৌলানা আবু বকর কাসেমী সাহেব (সভাপতি, মুর্শিদাবাদ জমিয়ত উলামা)
সঞ্চালক হজরত মুফতী আব্দুল কুদ্দুস সাহেব (শাইখুল হাদীস, বেলডাঙ্গা জলিলিয়া মাদরাস)
প্রধান অতিথি হজরত মাওলানা শওকত আলী কাসেমী সাহেব সহ হজরত মাওলানা ক্বারী রিয়াসাতুল্লা সাহেব (সম্পাদক মুর্শিদাবাদ জমিয়ত উলামা)। হজরত মুফতী মোহাম্মদ নাজমুল হক সাহেব (সাধারণ সম্পাদক, মুর্শিদাবাদ জমিয়ত উলামা)।