Skip to content
ড্রাম ভর্তি বোমা উদ্ধার করল বড়োয়া থানার পুলিশ

ড্রাম ভর্তি বোমা উদ্ধার করল বড়োয়া থানার পুলিশ

REPORTED BY:- MASUD RANA

শুক্রবার 1 এপ্রিল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বরুড়া থানার অন্তর্গত সুন্দরপুর এলাকায় এক ড্রাম ভর্তি বোমা উদ্ধার করলো বড়ুয়া থানা পুলিশ। সেই বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য মুর্শিদাবাদ জেলার বোম ডিসপোজাল স্কোয়াডের প্রতিনিধি দলকে জানানো হয়। তৎক্ষনাৎ মুর্শিদাবাদ জেলার বোম ডিসপোজাল স্কোয়ারড সেই বোমা-গুলি উদ্ধার করে নিয়ে যাই এবং বোমগুলিকে নিষ্ক্রিয় করেন। এক্ষেত্রে বড়োয়া থানার পুলিশের তৎপরতা দৃষ্টান্তমূলক।

Leave a Reply

error: Content is protected !!