ছটি তাজা সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদ ইসলামপুর থানার বেকিবাগান এলাকায়, একটি মাঠের মধ্যে একটি তিলের জমিতে ছটি তাজা সকেট বোমা দেকতে পাই চাষিরা, তারপর তড়িঘড়ি ইসলামপুর থানায় খবর দেয়, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাসেকে তৎপরতায় বেকিবাগান পুলিশ ক্যাম্পের সহযোগিতায়, তিলের জমি ঘিরে রাখে পুলিশ, বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে বোম গুলি নিষ্ক্রিয় করে তবে কি কারণে এই বোমা গুলি তিলের জমিতে মজুদ করা ছিল তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ