Reported By:- News Desk
শীতের মরসুম প্রায় আগত। ঘূর্ণাবর্তের জেরে আকাশ অংশত মেঘলা থাকলেও সামান্য হিমেল হাওয়ার পরশ লেগেছে বাংলার বুকে। তন্বী লাহা রায় (Tonni Laha Roy) অবশ্য এই আবহাওয়াকে উপভোগ করছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট অ্যাকটিভ। সপ্তাহের গোড়ায় নিজের কয়েকটি ছবি তিনি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।তন্বীর শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে ডুয়াল টোনড সবুজ রঙের শিফন শাড়ি। শিফন শাড়ির পাড় জুড়ে রয়েছে সোনালি সিকুইনের কারুকার্য। শাড়িতেও রয়েছে সামান্য স্টোনের কারুকার্য। শাড়ি জুড়ে রয়েছে সবুজের বিভিন্ন শেডের আভা। ডুয়াল টোন শাড়ির সাথে কালো রঙের স্লিভলেস ব্লাউজ টিম আপ করেছেন তন্বী। ব্লাউজের নেকলাইন যথেষ্ট ডিপ। ফলে উন্মুক্ত রয়েছে তন্বীর ক্লিভেজ। এই শাড়ির সাথে তন্বীর মেকআপ যথেষ্ট হালকা হলেও উজ্জ্বল। কালো আইলাইনারের সরু টান ও কাজলে সেজেছে তন্বীর দুই চোখ। ঠোঁট রেঙেছে গোলাপি রঙের গ্লসি লিপস্টিকে। চিকবোনে রয়েছে হালকা ব্লাশারের ব্যবহার। খোলা চুলে রয়েছে হালকা কার্ল। ডুয়াল টোন শাড়ির সাথে তন্বী দুই কানে পরেছেন মানানসই শ্যান্ডেলিয়র ইয়ারিং। ডান হাতে রয়েছে ঘড়ি। কাঁচ ঘেরা বারান্দায় বসে রয়েছেন তন্বী।