Reported By : News Desk
১৮ ই এপ্রিল , মঙ্গলবার, কোলকাতা (১৫ এপ্রিল '২৩):- 'পয়লা বৈশাখ - বাংলা নববর্ষ' শীর্ষক এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে 'দ্য ক্রীক ক্লাব' বরণ করে নিল বাংলা ১৪৩০ সাল কে।
অনুষ্ঠানের অঙ্গ রূপে 'দ্য ক্রীক ক্লাব' তাদের অনুষ্ঠান প্রাঙ্গণে ছোটো আকারে উপস্থাপন করেছিল বীরভূম জেলার 'সোনাঝুরি হাট'-কে।
দক্ষিণ ২৪ পরগনার জোকা-র গা ঘেঁষে অবস্থান করছে পৈলান। পৈলান-এর বেঙ্গল পৈলান পার্ক অঞ্চলে অবস্থিত এই 'দ্য ক্রীক ক্লাব'।