Reported By Masud Rana
04/04/2025-মুর্শিদাবাদের সাগরপাড়া থানার দেবীপুর এলাকায় ঘটে যাওয়া একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন তরুণ আইনজীবী আসাদুল্লাহ আল গালিব। আইনজীবী হিসেবে তাঁর ক্যারিয়ার ছিল উজ্জ্বল, এবং তিনি ডোমকল কোর্ট এবং বহরমপুর জজকোর্টের একজন সক্রিয় সদস্য ছিলেন। সামাজিক কাজের প্রতি তাঁর অঙ্গীকার ছিল প্রশংসনীয়, তিনি গরীব দুঃস্থদের সহায়তায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করতেন।
গতকাল রাত ১০টার দিকে, আসাদুল্লাহ আল গালিব নিজের বাড়ির সামনে বাস থেকে নামার চেষ্টা করছিলেন, ঠিক তখনই একটি দ্রুতগতির মোটর বাইক তাকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা ওই মুহূর্তে আওয়াজ শুনে দৌড়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বহরমপুরে স্থানান্তর করা হয়। সেখানে রাতেই অস্ত্রপ্রচার করা হয়, কিন্তু সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর খবর পেয়ে পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মাত্র এক বছর আগে বিয়ে করা আসাদুল্লাহর আকস্মিক প্রয়াণে তাঁর পরিবার এবং প্রতিবেশীরা হতবাক হয়ে পড়েছেন। তাঁর মা, বাবা, ছোট ভাই এবং স্ত্রী সবার মুখে শুধু কান্না। পরিবারের সদস্যরা এখন শেষ বারের মত প্রিয় মানুষের মুখ দেখার অপেক্ষায় আছেন।
এ ঘটনার পর স্থানীয় জনগণের মধ্যে নিরাপদ সড়ক ব্যবস্থাপনার দাবি আরও জোরালো হয়েছে। সকলেই একমত যে, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ জরুরি।