তরুন তীর্থ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে রক্তদান শিবির

তরুন তীর্থ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে রক্তদান শিবির

REPORETD BY:- News Desk

অনুষ্ঠিত হয়ে গেল তরুন তীর্থ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে রক্তদান শিবির। যার নাম দেওয়া হয়েছিল রক্তপাত নয় রক্তদান এটাই হবে জীবনের উৎসব। এই রক্তদান শিবিরের সহযোগিতায় ছিল সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন এবং উত্তর কলকাতা ক্লাব সমন্বয় কমিটি। এই রক্তদান শিবির অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৫৭/১ কেশব চন্দ্র সেন স্ট্রীটে। রক্তদান শিবির এর পাশাপাশি সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত বাংলা ব্যান্ড তনময় কর এন্ড ফ্রেন্ডস গ্রুপ। এই রক্তদান শিবিরে মোট ৬০জন পুরুষ এবং ৩০জন মহিলা রক্ত দান করেন।। এই রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়,কুণাল ঘোষ, ইন্দ্রানী হালদার, অশোক দেব, শান্তি রঞ্জন কুন্ডু, দেবাশীষ কুমার, এলোরা সাহা,কৃষ্ণ প্রতাপ সিং, প্রবন্ধ রায়, প্রদীপ চৌধুরী,সঞ্জীব আচার্য এবং গোপাল সাহা।।

Leave a Reply

error: Content is protected !!