তলিয়ে গেল তরতাজা প্রাণ

তলিয়ে গেল তরতাজা প্রাণ

Reported By:-Masud Rana

তলিয়ে গেল তরতাজা প্রাণ

খেলতে গিয়ে ডোঙ্গা থেকে পড়ে নিখোঁজ এক কিশোর। নিখোঁজ কিশোরের নাম অজয় মন্ডল (১০)। বৃহষ্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগরের চর রাজাপুর এলাকায়। ঘটনার পর খোঁজাখুজি শুরু করে না পেলে শুক্রবার সকাল থেকে তল্লাশি চালায় বহরমপুর সিভিল ডিফেন্স টিম। স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায়, বৃহষ্পতিবার দুপুরে বাড়ি থেকে খেয়ে পাড়ার মন্দিরে লক্ষীপূজো দেখতে যায় অজয়। বন্ধুদের সাথে তখন খেলতে যায় বাড়ি থেকে খানিকটা দুরে পদ্মা নদীতে। সেখানে ডোঙ্গায় উঠে খেলতে খেলে ডোঙ্গা মালিক বকাঝকা শুরু করলে ডোঙ্গা ছেড়ে দেই। বন্ধুরা উঠে এলেও অজয় উঠতে পারেনি। অজয়কে দেখতে না পেয়ে বন্ধুদের জিজ্ঞাসা করলে নদীতে নামার কথা বলে। তখন থেকেই স্থানীয়রা নদীতে নেমে খোজাখুজি শুরু করে। না পেয়ে খবর দেওয়া হয় রানীনগর থানার পুলিশকে। পুলিশ ও বিডিওর তৎপরতায় শুক্রবার সকালেই এলাকায় পৌছায় বহরমপুর সিভিল ডিফেন্স টিম। তখন থেকেই বোর্টের মাধ্যমে তল্লাশি চালায়। না পেয়ে জলের তলাই তল্লাশি শুরু করে। যদিও এখন পর্যন্ত নিঁখোজ অজয় মন্ডল। ঘটনায় শোকাহত পরিবারের লোকজন।

Leave a Reply

error: Content is protected !!