Reported By : Masud Rana
১২ই ডিসেম্বর, মঙ্গলবার, মুর্শিদাবাদের জলঙ্গি থানার চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনের বাঁশবাগে একটি ব্যাগ দেখতে পাই স্থানীয়রা। তখন থানায় খবর দিলে পুলিশ গিয়ে বোম গুলো ঘিরে রাখে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
ব্যাগে প্রায় চারটি বোম রয়েছে বলে সূত্রে খবর।