তাজ বেঙ্গল হোটেলে চলছে পেইন্টার দিবাকর চক্রবর্তীর অয়েল পেইন্টিংসের  প্রদর্শনী

তাজ বেঙ্গল হোটেলে চলছে পেইন্টার দিবাকর চক্রবর্তীর অয়েল পেইন্টিংসের প্রদর্শনী

Reported By : News Desk

৫ ই জুন, সোমবার, কলকাতায় তাজ বেঙ্গল হোটেলে পেইন্টার দিবাকর চক্রবর্তীর অয়েল পেইন্টিংসের প্রদর্শনী চলছে এক সপ্তাহ ধরে। এই সাতদিনে অনেক বিশিষ্ঠ ব্যাক্তিরা উপস্থিত হয়েছেন এবং দিবাকর চক্রবর্তী ‘ র পেইন্টিং এর ভুয়সী প্রশংসা করেন।
প্রদর্শনীর প্রথম দিনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের দুই যুগ্ম আয়োগ অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী সহ হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক।


যত দিন গেছে ততই দর্শক বেড়েছে ত কমেনি।সেরকমই প্রদর্শনীর ষষ্ঠ দিনে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী অরূপ রায়।তিনি এই প্রদর্শনী দেখে দিবাকর বাবুর পেইন্টিং এর ভুয়সী প্রশংসা করেন, বলেন ভবিষ্যতে যেনো আরও ভালো কাজ করেন এবং অনেক বড় জায়গায় যান।
শিল্পী দিবাকর চক্রবর্তী জানিয়েছেন, এই প্রদর্শনীতে ১০ টা ছবি রয়েছে, এর মধ্যে ৩ টে ছবি অদূর ভবিষ্যতে দুবাইয়ে প্রদর্শিত হবে।”এছাড়াও পরের প্রদর্শনী হবে মুম্বাইয়ে জাহাঙ্গীর আর্ট গ্যালারীতে।

Leave a Reply

error: Content is protected !!