তারাপীঠে দুস্থদের পাশে “আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট”, কম্বল বিতরণে মানবিক দৃষ্টান্ত

তারাপীঠে দুস্থদের পাশে “আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট”, কম্বল বিতরণে মানবিক দৃষ্টান্ত

Reported By:- News Desk

বিগত কয়েক মাস ধরে একের পর এক সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছে ‘আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট’। “Trust for Pupil”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সম্পূর্ণ বিশ্বাস ও মানবিকতার উপর ভিত্তি করে কাজ করে চলেছে এই সমাজসেবামূলক সংস্থা।

আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি শুভাশিস রায় জানান, এই ট্রাস্ট মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে গড়ে ওঠা একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন। গত ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর ব্লকের লাঙ্গলবেড়িয়া এলাকায় শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এর পাশাপাশি প্রচণ্ড শীতের হাত থেকে গরিব ও অসহায় মানুষদের রক্ষা করতে তারাপীঠে সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়।

তিনি আরও জানান, ছোট ছোট কর্মসূচির মাধ্যমেই গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এই ট্রাস্ট। এছাড়াও প্রতি শনিবার কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি এবং ফিরিঙ্গি কালীবাড়িতে কিছু দুঃস্থ মানুষের জন্য নিয়মিত খাদ্য বিতরণের ব্যবস্থাও করা হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে শুভাশিস রায় বলেন, “আমাদের ট্রাস্টের তরফ থেকে আরও বেশ কয়েকটি সমাজকল্যাণমূলক প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০২৬ সালের গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের পাশে থাকার লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে চলেছি।”

সোমবার তারাপীঠ এলাকায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি প্রধান শিউলি মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কানু রায় (মেজদা), আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট সুমিতা রায়, ভাইস প্রেসিডেন্ট সুচরিতা পাল এবং ট্রাস্টের ট্রেজারার সুজন পাল।

এই অনুষ্ঠানের সাফল্য প্রসঙ্গে ট্রেজারার সুজন পাল জানান, বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়ের ঐকান্তিক প্রচেষ্টাতেই তারাপীঠ এলাকায় এই মানবিক কর্মসূচি সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, “তারামায়ের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলেছি। বছরের শেষটা ভালোভাবেই কাটল এবং আশা করি ২০২৬ সাল আমাদের জন্য আরও ভালো হবে।”

সবশেষে আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি শুভাশিস রায় এলাকার জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন এবং সংবাদমাধ্যমের বন্ধুদের এই অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

Leave a Reply

Translate »
error: Content is protected !!