রথযাত্রার পূর্ণতিথিতে মঙ্গলবার সকালে পানিহাটি ২৪নম্বর ওয়ার্ডের তারাপুকুর ,ঘোষপাড়ার আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায়: তারাপুকুর মিলন সংঘের খুঁটিপুজো ঘটা করে অনুষ্ঠিত হয় । শারদ উৎসবের প্রাকাল্লে খুঁটি পুজোর মধ্য দিয়ে এদিন উদ্যোক্তারা মায়ের আগমনীবার্তাকে স্বরণ করলেন,এবছর এই পূজো ৮৪ তম বর্ষে পদার্পণ করেছে।অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিহাটির বিধায়ক তথা মুখ্য সচেতক নির্মল ঘোষ। স্থানীয় কাউন্সিলর দেবযানী রায়,মীনাক্ষী দত্ত এবং অভিনেত্রী সম্পা আইচ, অভিনেতা সুব্রত মিত্র, পরিচালক ও অভিনেতা প্রদীপ বিশ্বাস এবং চলচ্চিত্র অভিনেতা অরুণাভ দত্ত।