Reported By : Binay Roy
২৪ শে মে, বুধবার, বেলডাঙা থানার মির্জাপুর পোলিও পাড়া এলাকায় তিনটি জারে বিপুল পরিমাণে সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পুলিশ সূত্রে জানা যায় বুধবারের সকালে মির্জাপুর পলিও পাড়া বাঁশ বাগানের মধ্যে তিনটি যারে বিপুল পরিমাণে সকেট বোমা দেখতে পায় স্থানীয়রা তারপর বেলডাঙা থানায় খবর দিলে বেলডাঙা থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে এবং স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়। বোম স্কোয়াডের টিম এসে পৌঁছেছে ঘটনাস্থলে, বোমাগুলি কোথা থেকে এসেছে? তার তদন্ত করছে বেলডাঙা থানার পুলিশ।