Reported By:- Binoy Roy
কলকাতা থেকে আগত তিন কন্যা আঁকা ছবি প্রদর্শিত হল পাপিলিও আর্ট গ্যালারি বহরমপুরে তারা জানাচ্ছেন তপন পাঠকের কাছ থেকে তারা আঁকা শিখেছেন এবং তিন কন্যার আকার চিন্তাভাবনা তিন রকমের এবং এখানে মুর্শিদাবাদের বিশিষ্ট চিকিৎসক ডক্টর নির্মল সাহার মায়ের হাতের আঁকা ছবি প্রদর্শিত হয়েছে আর্ট গ্যালারিতে।