তিন ভাইয়ের তিন ছেলে একসাথে খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা হরিহরপাড়ার তালতলাপাড়া এলাকায়। পরিত্যক্ত গাড়ির ভেতরে ঢুকে গাড়ির দরজা বন্ধ হয়ে শ্বাসকষ্টে মারা যায় একই পরিবারের দুই শিশু। অপর শিশুটি মারা যায় শনিবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। এলাকায় শোকের ছায়া।
