REPORTED BY:- BINOY ROY
তীব্র পানীয় জলের সমস্যায় ভুগছে জলঙ্গী বিধানসভার সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী সূর্যনগর কলোনি এবং উদয়নগর কলোনির বাসিন্দারা। পাড়ার নলকূপের জল আর্সেনিকযুক্ত হওয়াই পানের অযোগ্য। তাছাড়া পাড়ায় যেকটা পানীয় জলের কল রয়েছে সেগুলো পর্যাপ্ত নয়। সেই কারনে বাধ্য হয়ে পদ্মা নদীর মধ্যে ছোট ছোট গর্ত খুঁড়ে সেই গর্তের জমা জলই ভরসা গ্রামবাসীদের। পনেরো বছর ধরে এই সমস্যায় ভুগছে সূর্য্যনগর কলোনী এবং উদয়নগর কলোনির বাসিন্দারা। চড়া রোদে দীর্ঘ সময় ধরে জল সংগ্রহ করতে হয় স্থানীয় এলাকাবাসীদের। বর্ষার সময় নদীর জলই খেতে হয় তাদের। অনেককেই আবার জল কিনে খেতে হয়। এর ফলে চরম সমস্যায় ভুগছে স্থানীয় এলাকাবাসীরা। এই অবস্থায় তারা চাইছে সরকারি জলের দাবি জানিয়েছে