তুলসীবেড়িয়া দরগা শরীফে ইফতার মজলিস

তুলসীবেড়িয়া দরগা শরীফে ইফতার মজলিস

Reported By:- অভিজিৎ হাজরা

গ্ৰামীণ হাওড়া জেলার রাজাপুর থানার তুলসিবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঐতিহ্যবাহী স্থান তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির আয়োজনে দরগা শরীফ প্রাঙ্গণে আয়োজিত হল একুশে রমজান মাসের রোজার দিনে হজরত মোঁওলা আলী আঃ শাহাদাত বার্ষিক দিবস । এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইফতার মজলিস অনুষ্ঠিত হল । পবিত্র রমজান ও অগ্রিম ঈদ উপলক্ষে সকলকে ঈদ মোবারক এর আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও অভিনন্দন জানায় তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির চিপ গদ্দিনশিন ও চিপ মোয়াল্লিম পীরজাদা রফিকুল ইসলাম খাঁন।
সংক্ষিপ্ত ইসলাম ধর্ম সম্পর্কে আলোচনা করে, সকলের জন্য শান্তি সুখ সমৃদ্ধি মঙ্গল কল‍্যাণ কামনা করে দোয়া করা হবে বলে জানান আয়োজকদের পক্ষে পীরজাদা সাইদুল ইসলাম খান, পীরজাদা আমিরুল ইসলাম খান, পীরজাদা আবেদুল ইসলাম খান ।
এদিনের ইফতার মজলিস এ বিভিন্ন স্থানের অগণিত ভক্ত মেহমান মুরিদান, দর্শনার্থী রা স্বপরিবারে সমবেত হন বলে জানান প্রতিভাবান, উচ্চ শিক্ষার্থী সিরাজাম মনিরা।
তিনি বলেন সকলে মিলে মিশে একাকার হয়ে এগিয়ে আসুন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন সেবা কর্মে ।

Leave a Reply

error: Content is protected !!