মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উপলক্ষে সল্টলেক আই বি ব্লক খেলার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল "রোজগার মেলা"। এই অনুষঠানটি অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ নারী ও শিশু উন্নয়ন ও বহিঃকল্যাণ দপ্তরের অধীনে।
রোজগার মেলার উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী-ইন-চার্জ ডঃ শশী পাঞ্জা এবং একটি বই প্রকাশ করেন"SFURAN" নামে। এই মেলায় প্রায় ২৫ থেকে ৩০ স্টল বসেছিল তারমধ্যে একটা স্টল ছিল "তুলির টানে" যার কর্ণধার নুপুর মুখার্জী তার মুখ দিয়ে শুনতে পেলাম তিনি এই প্রতিবন্ধকতা যুক্ত বাচ্চাদের নিয়ে বহুদিন কাজ করছেন। ওনার স্টলে আমরা বিভিন্ন ধরনের হাতে বানানো জিনিস দেখতে পেলাম যেগুলো এই প্রতিবন্ধকতা যুক্ত শিশুরা তৈরি করেছে। প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের তৈরি করা জিনিস বিক্রি করে যে পয়সা পাওয়া যাচ্ছে সেগুলো তাদের হাতেই উনি তুলে দিচ্ছেন।
রোজগারে মেলার মঞ্চে ওনার স্কুলের দুজন শিশুশিল্পী এত সুন্দর নৃত্য পরিবেশন করলেন সেটা দেখার মত।