শিশুরা হয় ফুলের মতন, তাদের মধ্যে সুপ্ত অবস্থায় ঘুমিয়ে থাকে বিভিন্ন প্রতিভা । সেই প্রতিভাকে খুঁজে বের করা দায়বদ্ধতা কার? দায়বদ্ধতা তারই- যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবে। ছোট্ট ছোট্ট শিশুর প্রতিভাকে বিকশিত করার প্রচেষ্টা করে। শ্রীমতী নুপুর মুখার্জি তার "তুলির টানে" রবীন্দ্রজয়ন্তীতে রবি পুজো নামক একটি অনুষ্ঠান করেন।