Skip to content
তুলির  টানে – রবিন্দ্র জয়েন্তি

তুলির টানে – রবিন্দ্র জয়েন্তি

Reported By:- News Desk

শিশুরা হয় ফুলের মতন, তাদের মধ্যে সুপ্ত অবস্থায় ঘুমিয়ে থাকে বিভিন্ন প্রতিভা । সেই প্রতিভাকে খুঁজে বের করা দায়বদ্ধতা কার? দায়বদ্ধতা তারই- যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবে। ছোট্ট ছোট্ট শিশুর প্রতিভাকে বিকশিত করার প্রচেষ্টা করে। শ্রীমতী নুপুর মুখার্জি তার "তুলির টানে" রবীন্দ্রজয়ন্তীতে রবি পুজো নামক একটি অনুষ্ঠান করেন।

তিনি সেই সকল শিশুদেরকে তাদের প্রতিভার বিকাশের একটি বর্ণাঢ্য অনুষ্ঠান মানুষের কাছে তুলে ধরেন। দীর্ঘ সাত মাস লড়াই করে সেই সকল প্রতিভাবান শিশুদের, প্রশিক্ষণ প্রদান করে তাদের একক এবং সংঘবদ্ধ নৃত্যের ও কবিতার এক অনাবদ্ধ অনুষ্ঠান করেন। তার এই প্রচেষ্টার জন্য তিনি বিগত দিনে সিক্সথ ইন্টারন্যাশনাল আইকন পুরস্কারে ভূষিত হয়েছেন এবং সপ্তম ইন্টারন্যাশনাল আইকন আওয়ার্ডে মনোনীত হয়েছেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মৃত্যুঞ্জয় রায় ও আরো অনেকে। শ্রীমতী নুপুর মুখার্জি আরো মনে করেন যে - তার এই প্রচেষ্টা ভবিষ্যতে আরো সুপ্রসারিত এবং প্রশস্ত পথ পাবে।

Leave a Reply

error: Content is protected !!