তৃণমূলকে ফাঁকা মাঠে গোল করতে দেব না -অর্জুন সিং

তৃণমূলকে ফাঁকা মাঠে গোল করতে দেব না -অর্জুন সিং

Reported By:- Binoy Roy

বহরমপুর বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা অর্জুন সিং জানালেন করণা বিধি শুধু সাধারণ মানুষের জন্য মমতা ব্যানার্জির ভাইপো যেখানে খেলার আয়োজন করেছে সেখানে হাজার হাজার লোকের উপস্থিতি হয়েছে তিনি যখন রাস্তায় বেড়ান তখন কোন করো না হয় না এবং তৃণমূল দল ঠিক করে করোনার গতিবিধি ফলে পুলিশ রাস্তায় বেরোলে মাক্স না পড়লে ধরপাকড় করছে অথচ তিনি নতুন নতুন নিয়ম বের করছেন করোনার।
সামনে পৌরসভার নির্বাচনকে লক্ষ্য রেখেই বিজেপি তৃণমূলকে ফাঁকা মাঠে গোল করতে দেবে না তিনি জানান মুর্শিদাবাদের বহরমপুর জিয়াগঞ্জ ও আরো অনেক জায়গা থেকে অল্প বয়স্ক ছেলে মেয়েরা বিজেপির টিকিট নেওয়ার জন্য আবেদন জানাচ্ছে হলে কলকাতার মতো ভোট মফস্বল এলাকায় হবে না কারণ তিনি জানান তিনি যখন বিভিন্ন সভায় এসেছেন লোকের উপস্থিতি যথেষ্ঠ ভালো হয়েছে।
বিজেপি মন্ত্রী শান্তনু ঠাকুর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেড়ানোর প্রসঙ্গে তিনি জানান কে থাকল না থাকল সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে বিজেপির এই মুহূর্তে 18 কোটি সদস্যপদ আছে তবে শান্তনু ঠাকুর বিজেপির একজন মন্ত্রী তবে তাদের পরিবারটা একটা সম্প্রদায় নিয়ে পূজা-পার্বণে যথেষ্ট সুনাম তাদের আছে তবে কেউ বোম ফাটবে না ফাটালে তৃণমূল কংগ্রেস ফাটাবে।

Leave a Reply

error: Content is protected !!